Print Date & Time : 4 July 2025 Friday 5:38 am

হাটহাজারীতে প্রবারনা পূর্ণিমার অনুদান বিতরণ

হাটহাজারীর বিভিন্ন বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ সম্প্রদাযের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারনা পূর্ণিমা উপলক্ষে সরকার প্রদত্ত অনুদান বিতরণ সম্পন্ন হয়েছে।

রবিবার (০৯ অক্টোবর) হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদের উদ্যোগে বৌদ্ধ মন্দিরের প্রতিনিধিদের হাতে সরকারের অনুদানের এ অর্থ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রত্যেক ধর্মের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাসী। কারন মুক্তিযুদ্ধে বাঙালি জাতি অংশ গ্রহন করে দেশ স্বাধীন করেছে। তাই সরকার প্রত্যেক ধর্মের প্রতি সহানুভূতিশীল। যার যার ধর্ম সে স্বাধীন ভাবে পালন করবে। স্বাধীন ভাবে ধর্ম পালনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ভিত মজবুত করতে হবে। অনুদান বিতরন উপলক্ষে মির্জাপুর গৌতমাশ্রম বিহারের ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত শাসনানন্দ মহাথের। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমীন সবুজ, ৩ নং মির্জাপুর ইউ পি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন। সভার উদ্বোধন করেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক সহকারী কৃষি কর্মকতা অনুপম বড়ুয়া। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বৌদ্ধ কল্যান পরিষদের সভাপতি আনন্দ বিকাশ বড়ুয়া।

জা// দেশতথ্য বাংলা// ১০ অক্টোবর ২০২২//