Print Date & Time : 16 May 2025 Friday 1:58 am

হাটহাজারীতে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি !

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে দীল মোহাম্মদ নামের এক দুবাই প্রবাসীর ঘরের জানালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৯নং ওয়াডস্থ লাল মোহাম্মদ খান বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই পরিবারের সবাই পার্শ্ববর্তী এক আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকালে তারা বাড়িতে ফিরে ঘরে রক্ষিত সমস্ত জিনিসপত্র তছনছ অবস্থায় এবং ঘরের একটি জানালার গ্রীল কাটা দেখে চুরির বিষয়টি বুঝতে পারে। চোরের দল জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে ঘরের আলমিরা ভেঙ্গে সেখানে থাকা স্বর্ণলাংকার ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী পরিবার থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য জিয়া হায়দার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।