Print Date & Time : 3 July 2025 Thursday 10:03 pm

হাটহাজারীতে প্রবীন দিবস উদযাপিত

হাটহাজারীতে সোমবার প্রবীন দিবস উদযাপন করা হয়েছে। মমতা – প্রবীন জনগোষ্ঠীর জীবন মান কর্মসূচির আওতায় প্রবীন দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। এবারের প্রবীন দিবসের প্রতিপাদ্য বিষয় ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যাক্তির সহনশীলতা ‘।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এজিও সংস্থা মমতা এই অনুষ্ঠানের আয়োজন করেন। মির্জাপুর প্রবীন সমন্বয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আবুল হাসেম মাষ্টার। প্রবীনদের মর্যাদাপূর্ণ দারিদ্রমুক্ত, কর্মময়, সুস্বাস্থ্য ও নিরাপদ সামাজিক জীবন নিশ্চিত করার লক্ষে র্্যালী শ্রেষ্ঠ প্রবীন সম্মাননা, শ্রেষ্ঠ নবীন সম্মাননা, হুইল চেয়ার বিতরন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর ইউ পির প্যানেল চেয়ারম্যান সাজেদা ইয়াসমিন, ডাঃ শাহ আলম, নজরুল ইসলাম, নূরুল ইসলাম, আবদুল মান্নান। প্রোগ্রাম অফিসার জেসমুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মমতার সহকারী পরিচালক পার্থসারথি বড়ুয়া।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার কমল কান্তি দাশ, শিক্ষক মিহির কান্তি দাশ, সৈয়দ আবদুস সত্তার, নবীনদের পক্ষে সাইফুল ইসলাম প্রমুখ।

জা// দেশতথ্য বাংলা// ১০ অক্টোবর ২০২২//