হাটহাজারী (চট্টগ্রাম)প্রতিনিধি ।। চট্টগ্রামের হাটহাজারীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (০৮ অগাস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভা, সেলাই মেসিন ও চেক বিতরন অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরনা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ইউপি চেয়ারম্যান শওকত আলম শওকত, মুজিবুর রহমান, জায়ানুল আবেদিন, শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম প্রমূখ।
আলোচনা সভা শেষে নারী উদ্যোক্তাদের মধ্যে সেলাই মেসিন ও চেক বিতরন করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//৮ আগষ্ট-২০২২