Print Date & Time : 23 August 2025 Saturday 7:18 am

হাটহাজারীতে বন্দুকসহ আটক ১

মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারীতে একটি একনলা বন্দুকসহ মো.হাসান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ।

শনিবার(১০ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার ০৯ ডিসেম্বর দিবাগত গভীর রাতে হাটহাজারী মডেল থানার ১৫নং বুড়িশ্চর ইউনিয়নের দক্ষিণ বুড়িশ্চর ধুপকুলের জসিম কলোনীর জসিমের অফিস কক্ষ থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার ৪ নং মরিয়ম নগর ইউনিয়নের আমিন কুলাল পাড়ার গুরামিয়া সওদাগর বাড়ীর মৃত মো. আব্দুল হাকিমের পুত্র মো.হাসান কে একটি একনলা বন্দুকসহ আটক করে হাটহাজারী মডেল থানা পুলিশ।
বর্তমানে অস্ত্রসহ আটক হাসান চট্টগ্রামের চান্দগাঁও থানার কাজিরহাট লায়লী সেন্টারের পেছনে সমশুর বিল্ডিংয়ে বসবাস করে আসছিলো। পরে আটক হাসানের বিরুদ্ধে অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করে। যার নাম্বার – ১২/১০/২০২২ ইং।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজ আটকের ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, অস্ত্রসহ আটককৃত হাসানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//