Print Date & Time : 3 August 2025 Sunday 3:38 am

হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ

হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারী উপজেলার ১ নং ফরহাদাবাদ ইউনিয়নে সাম্প্রতিক কালে বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের ঘর সংস্কারের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) “ফরহাদাবাদ প্রবাসী পরিষদ” এর পক্ষ থেকে এই অর্থ বিতরণ করা হয়েছে।

জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ২৭টি পরিবারকে ১লক্ষ ৩৫ হাজার টাকা ঘর সংস্কার বাবদ এবং শিক্ষা খাতে ৫ জন শিক্ষার্থীর ভর্তি ও বই ক্রয়ের জন্য সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্যের নিজস্ব অর্থায়নে ৩৭,৮০০ টাকা প্রদান করা হয়েছে। এসময় সংগঠনের বেশ কযেকজন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।