মো.আলাউদ্দীন,হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারীতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় জান্নাতুন নিশা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চৌধুরীহাটস্থ শাহজালাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকার ভাড়া বাসায় থাকা জান্নাতুন নিশার নিজ বাড়ি নোয়াখালীর চরজব্বার থানাধীন চর হাসান গ্রামে। পাঁচ মেয়ে ও দুই ছেলে সন্তানের মাতা জান্নাতুন নিশা রাস্তা পার হওয়ার সময় হাটহাজারী গামী (চট্টমেট্রো ১১-১১০১) একটি বাস জান্নাতুন নিশাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে।
পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করলেও বাসের চালক পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই পরিবারের লোকজন নিহতের মরদেহ তাদের বাসায় নিয়ে যায়।
রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম বলেন, নিহতের পরিবার মামলা করলে পুলিশ আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
দৈনিক দেশতথ্য//এসএইচ//