মো.আলাউদ্দীন: হাটহাজারীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারী আদেশ বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়েছে।
বুধবার (১৭ অগাস্ট) রাত সাড়ে আটটার পর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গত কয়েকদিন পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারী নির্দেশনা মোতাবেক রাত আটটার পর থেকে ঔষধের দোকান ব্যতিত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ প্রদান করা হয়। কিন্তু কিছু কিছু দোকানদার সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় উপজেলার বিশ্ববিদ্যালয় ১ নং গেইট, ইসলামিয়াহাট, নন্দীর হাট ও চৌধুরীহাট এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা করেন ভ্রাম্যমান আদালত । এসময় সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে বিভিন্ন দোকানে ১০ টি মামলায় বিদ্যুৎ আইন,২০১৮ অনুযায়ী মোট ১৭,০০০/- হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগীতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু রায়হান অভিযানের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, সরকারী নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আর//দৈনেক দেশতথ্য//১৮ আগষ্ট-২০২২

Discussion about this post