মো.আলাউদ্দীন, হাটহাজারী, চট্রতগ্রাম:হাটহাজারীতে বিভিন্ন কসমেটিকস দোকান এবং সুপার শপে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১১ জানুয়ারী) বিকালের দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আবু রায়হানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসভার কাচারী সড়কে অবস্থিত আমীর এরশাদ প্লাজা, আলিফ ফ্যামিলি শপসহ কয়েকটি কসমেটিকসের দোকান এবং সুপার শপে অভিযান চালান ভ্রাম্যমান আদালত।
অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন বিহীন পন্য বিক্রয় ও মজুদের প্রমান পাওয়ায় আলিফ ফ্যামিলি শপ থেকে অনুমোদন বিহীন ব্রান্ডের শ্যাম্পু ও ফেয়ারনেস ক্রিম, সাবান জব্দ করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত ভোক্তা ঠকানোর অপরাধে আলিফ ফ্যামিলি শপকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনার সময় বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার জারিন তাসনিম, পরিদর্শক জিল্লুর রহমান, জনাব সজীব চৌধুরী এবং নূরে আলম উপস্থিত ছিলেন। এবং হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//