মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন প্রতিষ্ঠান মালিককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সর্বমোট সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুরের দিকে পৌর সদর বাজারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনার সময় বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শিত না থাকা ও পণ্যের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারাসহ একাধিক অপরাধ প্রমান হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মো.এনাম পিতা আবদুর রহমানকে দুই হাজার টাকা, বদিউল আলম পিতা আহম্মদুর রহমানকে এক হাজার টাকা, নুরুল আজিম পিতা নুর হোসেনকে এক হাজার টাকা, মোহাম্মদ হোসেন পিতা আবুল কাশেম দুই হাজার টাকা, মো. হেলাল পিতা মো.রশিদ কে এক হাজার টাকা সহ সর্বমোট সাত হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়েছে।
এসময় সহকারী কমিশনার ( ভূমি) মেহরাজ শারবীন, কৃষি অফিসার মো.আল মামুন শিকদার ও প্রাণী সম্পদ অফিসার ডা.সুজন কানুনগো এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Discussion about this post