হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে ১১ টি ফার্মেসিকে ১ লাখ ৭৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ওইসব ফার্মেসি দীর্ঘদিন থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রিসহ নানা অনিয়মের মাধ্যমে ক্রেতা তথা রোগাগ্রস্ত রোগীদের ঠকিয়ে আসছিল। ঘটনার দিন গোপন সংবাদের ভিক্তিতে অভিযানে নামে উপজেলা প্রশাসন।
এসময় মেয়াদ উত্তীর্ণ, বিক্রি নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ ও ড্রাগ লাইসেন্স না থাকা/নবায়ন না করা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অপরাধে হাটহাজারী মেডিকেল গেইট এলাকার মেডিকেল হলকে ৫ হাজার টাকা, ইসলাম ফার্মেসিকে ৫ হাজার টাকা, মক্কা মেডিসিন হাউসকে ১৫ হাজার টাকা, নিউ ইহসান মেডিসিন হলকে ২০ হাজার টাকা, চৈতী ফামের্সিকে ২৫ হাজার টাকা, ঝিনুক ফার্মেসিকে ৬ হাজার টাকা, ইহসান মেডিসিনকে ১৫ হাজার টাকা, সিরাজুদ্দৌলা ফার্মেসিকে ১২ হাজার টাকা, আল মদিনা ফার্মেসিকে ৮ হাজার টাকা, বাংলাদেশ মেডিকেল ৫০ হাজার টাকা, টিটু ফার্মেসিকে ১৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের তত্ত্বাবধায়ক মো.শাখাওয়াত হোসেন, রাজু আকন্দসহ অন্যন্যরা।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জা// দেশতথ্য// ১৭ অক্টোবর ২০২২//

Discussion about this post