মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
“ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের মতো হাটহাজারীতেও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ উপলক্ষে হাটহাজারী ডায়াবেটিস সমিতি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।
হাটহাজারী ডায়াবেটিস হাসপাতাল চত্বরে হাসপাতালের ম্যানেজার ফরহাদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, হাটহাজারী ডায়াবেটিস সমিতির আজীবন সদস্য সিজেকেএস সাঁতার কমিটির সাধারণ সম্পাদক (সাবেক) আসলাম মোর্শেদ।
এতে বক্তব্য রাখেন ডায়াবেটিস হাসপাতালের চিকিৎসক কে.এম. ডাঃ আতাউল গনি পারভেজ, ডাঃ টিপু সুলতান।
এতে বিশেষ অতিথি হিসেবে সমিতির আজীবন সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, হাটহাজারী প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক খোরশেদ আলম শিমুল, সহ-সভাপতি মো.হোসেন, সমাজ সেবক জাহাঙ্গীর আলম ও হাসপাতালের সকল কর্মকর্তা ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা শহিদুল্লাহ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রায় এক কোটি লোক ডায়াবেটিস রোগে আক্রান্ত। প্রতি দশজনের মধ্যে একজন ডায়াবেটিস রোগী রয়েছে। হাটহাজারী ডায়াবেটিস সমিতি ২০০৩ সালে প্রতিষ্টিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত হাসপাতাল থেকে হাজার হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহন করেছে। এই হাসপাতালে যাকাত তহবিল রয়েছে, এই তহবিল থেকে অসহায়, দুঃস্থ ও নিরীহ রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবাও দেয়া হয় এবং সমিতির আজীবন সদস্যদের অনুদানের অর্থে সমিতির তত্ত্বাবধানে হাসপাতালটি পরিচালিত হয়ে থাকে।
আলোচনা সভায় পূর্বে সকলের অংশগ্রহণে একটি র্যালি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার কয়েকটি সড়ক পদক্ষিন করে পুনরায় হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানী ইনসুলিনের আবিষ্কারক নোবেলবিজয়ী স্যার ফ্রেডরিক গ্রান্ড বেন্টিংয়ের জন্মদিন ১৪ নভেম্বরকে সম্মান দেখিয়ে ফ্রেডরিক এর জন্মশতবার্ষিকীতে ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিনটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিই এই দিবসের মূল লক্ষ্য।

Discussion about this post