Print Date & Time : 10 August 2025 Sunday 12:38 am

হাটহাজারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

হাটহাজারীতে জাতীয় ভিটামিন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।

বুধবার (১৫ জুন) সকালে উপজেলা ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত।

তিনি বলেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ সার্বিকভাবে শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। আমাদের দেশে সরকারিভাবে শিশুদের প্রতি বছর দুবার এ ক্যাপসুল খাওয়ানো হয়। এ পদক্ষেপের কারণে দেশে শিশুস্বাস্থ্যের উন্নতির সঙ্গে রাতকানা রোগের প্রকোপ অনেক কমে গেছে। এ হিসাবে এ কার্যক্রমকে সরকারের অন্যতম সফল উদ্যোগ হিসেবে ধরা যেতে পারে।

এসময় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ্, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোজাহেদুল মাওলা, নার্সিং সপারভাইজার সহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশু ০৬হাজার ১৯৫জন কে নীল রং ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২-৫৯ মাসের শিশু ৪৭ হাজার ৪৩০জন কে লাল রং এর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আর//দৈনিক দেশতথ্য//১৫ জুন-২০২২//