Print Date & Time : 15 May 2025 Thursday 6:53 pm

হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। 

শনিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার সরকারহাট বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.শাহিদুল আলম অভিযান পরিচালনা করেন।  এই অভিযানে বিভিন্ন বিক্রেতাকে ভোক্তা অধিকার আইনের মোট ১৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় ও পণ্যের মান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিক্রেতাগণকে সতর্কও করা হয়।

অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা সহযোগীতা করেন। এসময় মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন সুমনসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

এবি//দৈনিক দেশতথ্য//৯ এপ্রিল,২০২২//