হাটহাজারীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ ব্যবস্থার উপর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অধিকতর ঝুঁকিপূর্ণ ৩টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
রবিবার(০৫ ফেব্রুয়ারি)বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কারখানা, গুদাম ও ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
অভিযানে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের গুদাম কারখানা ও শোরুমে অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩ এর বিভিন্ন ধারার ব্যত্যয় পরিলক্ষিত হওয়ায় বেশকিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং অধিকতর ঝুঁকিপূর্ণ চবি ১নং গেইটের ওয়াল্ড ফার্নিচার গ্যালারীকে ২০ হাজার টাকা, উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলী, ছড়ারকূলের গ্লোবাল এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা এবং উপজেলার দক্ষিণ পাহাড়তলী ধোপার দিঘীর পশ্চিম পাড়স্থ “কর্ণফুলী প্যাকেজিং লিঃ” নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা অর্থ দন্ড করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়। অভিযানে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো.শাহজাহান ও তার টিম অংশগ্রহণ করেন।
এবি//দৈনিক দেশতথ্য//৩১ জানুয়ারী,২০২৩//

Discussion about this post