মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ
হাটহাজারী উপজেলার একটি মন্দির দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এ সময় চুর চক্র মানতকারীদের শ্রদ্ধা প্রদত্ত স্বর্ণের উপটৌকন, পূজার মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
বৃহস্পতিবার(১০ নভেম্বর)দিবাগত রাতের কোন এক সময় উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর ভজন কুঠির আশ্রমে(মন্দিরে)এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, চোর মন্দিরে দরজার ভেঙে ভিতরের ঢুকে মন্দিরে ব্রজেন্দ্র নন্দন সাধু বাবাজীর আসনে মানতকারীদের শ্রদ্ধা প্রদত্ত স্বর্ণের পদক সহ পূজার মূল্যবান সরঞ্জাম লুঠ করে নিয়ে যায়।
চুরির ঘটনা গতকাল শুক্রবার স্হানীয় প্রশাসনকে আশ্রম পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভজন কুঠির আশ্রম পরিচালনা পরিষদের কর্মকর্তা সঞ্চয় দাশ জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে আশ্রমের সেবায়ত ও পার্শ্ববর্তী পরিবারের লোকজন রাতের খাওয়ার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় চোর সেবায়ত ও পার্শ্ববর্তী পরিবারের ঘরের দরজা বাহির থেকে সিকল আটকিয়ে দিয়ে ব্রজেন্দ্র নন্দন সাধু বাবাজীর মন্দিরে ঢুকে বাবাজীকে মানতকারীদের শ্রদ্ধা প্রদত্ত স্বর্ণের উপটৌকন, পূজার মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
সেবায়েত মন্দিরে পার্শ্ববর্তী লোকজন রাতে উঠতে গিয়ে ঘরের দরজা বাহির থেকে বন্ধ পায়। তারা আর ঘর থেকে বের হতে পারেনি। পরে ফোন করে স্হানীয়দের ডেকে এনে ঘরের দরজার বাহিরে আটকানো সিকল খুলে দিলে তারা ঘর থেকে বের হলে চুরির ঘটনা বুঝতে পারে।
আশ্রম পরিচালনা কমিটির কর্মকর্তারা গনমাধ্যমকে জানান বিষয়টি গতকাল শুক্রবার স্হানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post