Print Date & Time : 5 July 2025 Saturday 7:52 pm

হাটহাজারীতে মসজিদের ইমামকে মারধরের অভিযোগ

মো.আলাউদ্দীন,হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারীতে মাওলানা মো.নুরুল আবছার (৩৭) নামের এক মসজিদের ইমাম মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে এ ঘটনায় তিনজনকে বিবাদী করে হাটহাজারী মডেল থানায় ভিকটিম মো.নুরুল আবছার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলো, উল্লেখিত এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র হুমায়ুন বশর কবিরাজ প্রকাশ হিরু বৈদ্য, তার আপন ছেলে মো. ইয়াছি প্রকাশ মুহাইর (১৮) ও ২নং ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগর সন্দ্বীপ পাড়া মেঘইল্যাঘোনা এলাকার অলাতের পুত্র মো. ফারুক (২২)।

সূত্রে জানা যায়, ওই দিন বিকালে পৌরসভার মেখইল্লাঘোনার সন্দীপ পাড়া এলাকায় হুমায়ুন বশর কবিরাজ প্রকাশ হিরু বৈদ্যসহ তিনজন মিলে ওই ইমামকে মারধর করে।
ভিকটিম মাওলানা মো.নুরুল আবছার হাটহাজারী পৌরসভার মৌলভিপাড়া মসজিদের ইমাম।
এদিকে ঘটনার পর শুক্রবার রাতেই হাটহাজারী মাদ্রাসার মহা-পরিচালক মাওলানা ইয়াহিয়া বিষয়টি নিয়ে মডেল থানার ওসি মো.রুহুল আমিন সবুজের সাথে কথা বলেন। এসময় ওসি এ ঘটনার সুষ্ট তদন্তের আশ্বাস দেন বলে জানা গেছে।

মাওলানা নুরুল আবছার সাংবাদিকদের বলেন, ” দীর্ঘদিন ধরে প্রতারক হিরু বৈদ্যু নিজেকে কবিরাজ দাবি করে বিভিন্ন মানুষের কাছ সাথে প্রতারনার মাধ্যমে টাকা পয়সা আত্মসাৎ করে আসছিলো। মাদ্রাসার পাশের জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি করে এবং এক পর্যায়ে তারা আমার উপর হামলা করে। আমি আমার উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। “

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজ সাংবাদিকদের বলেন, একজন মাওলানাকে মারধরের বিষয়ে জেনেছি। এ ঘটনার তদন্ত করা হচ্ছে। দ্রুত এ ব্যাপারে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//