মো.আলাউদ্দীন,হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার(১৬ ডিসেম্বর)উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সরকারি বেসরকারি সংস্থা, সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়।
কর্মসূচীর মধ্যে রযেছে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শন, উন্নতমানের খাবার পরিবেশনা, মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত প্রার্থনা, মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগীতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তি, গণসংগীত, দেশাত্মবোধক গান, নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা এবং সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে হাটহাজারী উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ, আনসার, বিএনসিসি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হাটহাজারী প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ভোরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৮টা থেকে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম ও হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো.রুহুল আমিন সবুজ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন। এরপর পুলিশ, বিএনসিসি, আনসার-ভিডিপি, স্কাউটস, ফরহাদাবাদ শিশু পরিবার, গার্লস গাইড ও উপজেলার বিভিন্ন মাধ্যমিক, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম ও হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ মো.রুহুল আমিন সবুজ । এদিকে, দুপুর ১২ টার দিকে হাটহাজারী উপজেলা পরিষদ মাঠে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু রায়হান, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ নুরুল আলম প্রমূখ।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আবৃত্তি, গণসংগীত, দেশাত্মবোধক গান, নাচ ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক ও চট্টগ্রামের আঞ্চলিক গান নিয়ে ‘বিজয়ের কলতান’ নামক আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রেম সুন্দর বৈষ্ণব ও অন্যান্যরা।
এদিকে সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা পুস্প নিবেদন করেন হাটহাজারী প্রেস ক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,উপজেলা শিক্ষক সমিতি, হাটহাজারী কলেজ বিএন সিসি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
দৈনিক দেশতথ্য/এসএইচ//

Discussion about this post