Print Date & Time : 28 August 2025 Thursday 7:22 am

হাটহাজারীতে মহাসড়ক ঘেঁষে চলছে মেলা

হাটহাজারীতে মডেল থানার সামনে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের পাশঘেঁষে গত প্রায় ২ সপ্তাহ ধরে পুরোদমে মেলা চলছে। করা হয়েছে বর্ণিল আলোকসজ্জাও। 

বর্তমানে দেশে ভয়াবহ মহামারী করোনার চতুর্থ ঢেউও শুরু হয়েছে। অথচ সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে বসানো হযেছে এ মেলা। পাশাপাশি পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে পৌঁছার অন্যতম ওই মহাসড়কজুড়ে সৃষ্টি হচ্ছেদ তীব্র যানজট। এ সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ ওই মহাসড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রী সাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অভিযোগ উঠেছে, রাউজান উপজেলার বাসিন্দা মো. হাসানসহ আরও কয়েকজন সরকারদলীয় নেতাকর্মী হাটহাজারী উপজেলা হকার্স লীগের নেতাকর্মী ও সংশ্লিষ্ট কর্তাদের ম্যানেজ করে মেলা বসিয়েছেন। নেতাকর্মীর মতে, হকার্স লীগের প্যাডে তারা চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছ থেকে দুই মাসের জন্য মেলার অনুমতি নিয়েছে বলে দাবি করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলছেন, অনুমতির বিষয়টি তার অজানা।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত বলেন, করোনার ভয়াবহ পরিস্থিতি তৃতীয় ঢেউ পর্যন্ত হাটহাজারী উপজেলা ছিল চট্টগ্রাম জেলার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাই মেলায় আগতদের সরকারি স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে।

মেলা আয়োজক কমিটির পরিচালক মো. হাসান বলেন, আমরা জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়েছি। তবে হাটহাজারী উপজেলা হকার্স লীগের সাধারণ সম্পাদক আবদুল বাতেন নিকলু  সাংবাদিকদের জানান, আমি উপজেলা হকার্স লীগের প্যাডে তাদের কথা মতো স্বাক্ষর করেছি। অনুমোদন পেয়েছে কিনা আমি কিছুই জানি না। 

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমীন সাংবাদিকদের বলেন, ‘আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি আমি খতিয়ে দেখছি।’ 

এদিকে মেলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করতে চট্টগ্রামের জেলা প্রশাসকের মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

আর//দৈনিক দেশতথ্য//১৮ জুলাই-২০২২//