Print Date & Time : 10 May 2025 Saturday 9:17 pm

হাটহাজারীতে মাছ বাজারে দালালদের নৈরাজ্য

মো.আলাউদ্দীনঃ হাটহাজারী পৌর সদরের কাঁচা তরিতরকারি ও মাছ বাজার ফড়িয়াদের(দালাল)নৈরাজ্য চলছ বল অভিযাগ উঠছ।

সংঘবদ্ধ ফড়িয়া (দালাল) সিন্ডিকটের সদস্যরা মাছ ও কাঁচা বাজারকে জিম্মি কর ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম হাকিয়ে নিচ্ছে এবং অধিক মুনাফার জন্য ফরমালিন মিশানোর পাশাপাশি ঘন্টার পর ঘন্টা ড্রাম ভর্তি পানিতে বিভিন্ন প্রজাতির মাছ ভিজিয়ে রেখে বিক্রি করা হচ্ছে বলেও অভিযাগ পাওয়া গেছে।

সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, গ্রামের মানুষ এক সময় পুকুর ,খাল-বিল থেকে বিভিন্ন প্রকার মাছ ধরে নিজেদের চাহিদা মেটানোর পর হাট-বাজারেও তাজা মাছ নিয়ে আসতেন বিক্রী করতে। তবে এখন সেরকম দৃশ্য চোঁখে পড়েনা বললেই চলে। এ সবের কারনে বের করতে গিয়ে দেখা যায় গ্রামের ছোট ব্যবসায়ী সহ সাধারন ক্রেতারা সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়াটাই অন্যতম। গ্রামের সহজ সরল কোনো মানুষ এবং প্রকৃত ব্যবসায়ীরা মাছ নিয়ে বাজারে আসলে সংঘবদ্ধ চিহ্নিত দালাল ফড়িয়া সিন্ডিকেটের সদস্যরা কৌশলে তাদের মাছ বিক্রি করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মাঝে মধ্যে দুর দুরান্ত থেকে দেশী কোনো মাছ নিয়ে বিক্রেতা আসলেও তাদের কাছ থেকে ন্যায্য মূল্যে মাছ ক্রয়-বিক্রয় করতে মাছ বাজারের ফড়িয়াদের বাধা দেওয়ার ঘটনা সবচয় দুঃখজনক। বিশাল এই বাজারে যে হারে মাছ পাওয়ার কথা সে হারে মাছ নাই বলা যায়। যার কারনে সিন্ডিকেট মাছ ব্যবসায়ীদের কাছ থেকে চড়া দামে মাছ ক্রয় করতে হচ্ছে ক্রেতাদের।শক্তিশালী ফড়িয়া সিন্ডিকেট পুরো বাজার জিম্মি করে এক প্রকার ক্রেতাদের উপর নৈরাজ্যই চালাচ্ছে। গুরুতর অভিযাগ হচ্ছে সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্তেও কাঁচা তরিতরকারি ও মাছ বাজারে অহরহ ফরমালিন ব্যবহার করা হচ্ছে। ভাল মাছের সাথে পচাঁ মাছ মিশিয়ে কেমিক্যাল মিশ্রিত ড্রাম ভর্তি পানিতে ভিজিয়ে রেখে মাছ বিক্রির ঘটনায় কেউ প্রতিবাদ করতে চাইলে ফড়িয়াদের নিকট উল্টাে ক্রেতাদের নাজেহালের শিকার হতে হয়। অথচ হাটহাজারী উপজেলার ছােট একটি সাপ্তাহিক বাজার মদনহাট, লালিয়ারহাট ও আমানবাজারের মতো মাছ বাজারে ক্রেতারা এমন সমস্যায় পড়েননা। এছাড়া ওজনে কারচুপির বিষয়টাতো আছেই। সচেতন মহলের অভিযােগ, পৌরসভা পর্যায়ে বাজার মনিটরিং তেমন একটা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। শুধু যে মাছ ও কাঁচা তরিতরকারির বেলায় এমনটি হচ্ছে তা কিন্তু নয়,বাজার ঘুরে খোঁজ নিয়ে জানা যায়, হাটহাজারী সদরের মুরগিহাটের অবস্থাও একি। এই হাটে নিজের ঘরের দেশী মুরগি নিজেরাই বসে বিক্রী করত পারেনা। গ্রামের কােনো লােক তাদের গৃহপালিত হাঁস-মুরগি বিক্রী করতে এই হাটে আসলেই দালালরা দৌঁড়ে গিয়ে প্রথমেই তা নিজের আয়ত্তে নিয়ে নেয় পরে কম দামে তা বিক্রী করতে বাধ্য করে ঐ দালালের কাছে, এমনটিই অভিযাগ করেছেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মুরাদপুর এলাকা থেকে সদরের মুরগি হাটে মুরগি বিক্রী করতে আসা ৫৭ বছর বয়সি বেলাল মিয়া নামের এক ব্যক্তি।

ভুক্তভাগীরা অবিলম্বে যথাযত কর্তপক্ষকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে কাঁচা তরিতরকারি, মুরগী ও মাছ বাজারের নৈরাজ্য বন্ধ সহ ফড়িয়াদের (দালাল) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে  উল্লেখিত হাটহাজারীর মুরগিরহাট ও মাছ বাজারের ফড়িয়া দালালদের নৈরাজ্য বন্ধ করার জোর দাবী জানিয়েছেন।

আর//দৈনিক দেশতথ্য//২৭ আগষ্ট-২০২২