Print Date & Time : 23 July 2025 Wednesday 4:56 am

হাটহাজারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

“ধুমপান, মাদক ও অশ্লীলতা রুখবোই আমরা সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়বোই” স্লোগান কে সামনে রেখে হাটহাজারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন হাটহাজারী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল আলমের সভাপতিত্বে ও  সহকারী কমিশনার (ভূমি)আবু রায়হানের পরিচালনায়  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক, মডেল থানার প্রতিনিধি, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও অন্যান্যরা বক্তব্য রাখেন।

কর্মশালায় বক্তারা বলেন, মাদক একটি ব্যাধী। এটি সমাজ, দেশ জাতি, পরিবারকে ধ্বংস করে দেয়। তাই সমন্বিত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে মাদককে পরিহার করতে হবে। বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পারিবারিক শিক্ষার প্রতি বেশি গুরুত্বারোপ করেন। তারা সকলকে নিজের ঘর থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন শুরু করার আহ্বান জানান।দিনব্যাপী কর্মশালায় মাদকের অপব্যবহার রোধে নানা পরামর্শ নেয় অংশগ্রহণকারীরা।

আর//দৈনিক দেশতথ্য//২২ জুন-২০২২//