Print Date & Time : 2 July 2025 Wednesday 10:25 am

হাটহাজারীতে মাদক কারবারি আটক

মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ হাটহাজারীতে মোঃ ফজলুল হক (৩৫) নামের এক মাদককারবারিকে চোলাইমদসহ আটক করেছে মডেল থানা পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত সিএনজি চালিত একটি অটোরিকশাও জব্দ করা হয়।

শুক্রবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে ১নং দঃ পাহাড়তলী সিটি ওয়ার্ডেস্থ লালিয়ারহাট বাজার এর ১০০ গজ দক্ষিণ পাশে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ফযলুলহক ভূজপুর থানার নারায়ণহাটস্থ ৯ নং ওয়ার্ডের শৈলকূপা সিকদার বাড়ীর মৃত ইব্রাহিমের পুত্র।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ১’শ লিটার চোলাই মদ তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশা যার নাম্বার চট্টগ্রাম থ -১৩ -৪৩৬১ সহ তাকে আটক করা হয়। আটককৃত ফজলুল হক দীর্ঘদিন ধরে ওই এলাকাসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো বলে জানা গেছে। পরে আটককৃতের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হউ। যার মামলা নং-০৬, তাং-০৩/১২/২০২২ইং, ধারা-৩৬(১) সারণির ২৪(গ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮.

আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো.রুহুল আমিন সবুজ জানান, আটককৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//