Print Date & Time : 10 May 2025 Saturday 4:25 am

হাটহাজারীতে মাদক ব্যবসায়ী আটক

মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ
হাটহাজারীতে বিশেষ অভিযান পরিচালনা করে মো. আব্দুস সালাম (৫৫) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

বুধবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরীরহাট বটতল এলাকার বাচা মিয়া সওদাগরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুস সালাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে মির্জাপুর ইউনিয়নের মুহুরীরহাট বটতল এলাকার মৃত আব্দুস সামাদুল প্রকাশ ছমদ এর পুত্র। দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে সে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন সবুজের দিক নির্দেশনায় সেকেন্ড অফিসার (এসআই) ইরফান উদ্দিন রাজীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বুধবার রাতে তার বাড়ি থেকে গ্রে গ্রেফতার করে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীন সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//