Print Date & Time : 3 July 2025 Thursday 9:58 am

হাটহাজারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তথাকথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাটহাজারী উপজেলার পশ্চিম মেখল ইউনিয়নের ভুক্তভোগী একটি পরিবার।

সম্প্রতি হাটহাজারী প্রেস ক্লাব ভবনে ভুক্তভোগী পরিবারের পক্ষে নাজিম উদ্দীন ও মো.ওসমান গণী এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনের আয়োজনকারীরা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন যে,২০২১ সালে তাদের প্রতিবেশী নিলুয়ারা গং অবাস্তব জায়গা দাবী করে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট আদালতে মামলা(৩৪০) দায়ের করলে তা হাটহাজারী ভূমি অফিসের সহকারী কমিশনার কে দিয়ে সরেজমিনে তদন্ত করান আদালত। কিন্তু দাবীর স্বপক্ষে কোন দলিলাদী না পাওয়ায় আদালত সে মামলা খারিজ করে দেয়।

সংবাদ সম্মেলনে থেকে জানা গেছে, ২০২২ সালে মামলাবাজ ওই গ্রুপের স্বামী পরিত্যক্তা, দুশ্চরিত্রবান ও ঝগড়াটে মেয়ে ঝিনু আকতার বাদী হয়ে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নাজিম, ওসমান, আরিফ, নুরু,মহিন উদ্দিন ও রোজী আকতার কে বিবাদী করে একটি বানোয়াট সিআর মামলা (৬১৩) দায়ের করে। যা বর্তমানে পিবিআই এর তদন্তাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনের আয়োজক নাজিম উদ্দীন ও মো.ওসমান গণী আরও জানান, ইতিপূর্বে তথাকথিত সংবাদ সম্মেলন আয়োজনকারী চার জনের প্রত্যেকেই একটি মাদক মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামী। বর্তমানে কেউ কেউ জামিনে থাকলেও অন্য একজন পলাতক থাকায় অতি সম্প্রতি আদালতের নির্দেশে তার ঘরের মালামাল ক্রোক করে নিয়ে যায় হাটহাজারী মডেল থানা।

দৈনিক দেশতথ্য//এসএইচ//