Print Date & Time : 10 May 2025 Saturday 5:28 pm

হাটহাজারীতে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

পরিবারের দাবী গুলি করে হত্যা করা হয়েছে

হাটহাজারীতে মারুফ হোসেন সায়মন (২২) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। 

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪ টার দিকে চট্টগ্রাম – খাগড়াছড়ি মহাসড়কের খন্ডলের ঘাটা রাস্তার পাশ হতে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মারুফ হোসেন সায়মন উপজেলার ধলই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড রহিমুর দীঘির পাড় তুফান আলী বলি বাড়ির আব্দুল মালেকের পুত্র। 

সূত্রে জানা যায়, পেশায় রাজমিস্ত্রী সায়মন  পাশাপাশি উপজেলার সরকারহাট বাজারের একটা সাউন্ড সিস্টেমের দোকানেও কাজ করতো। গত শুক্রবার ৯ সেপ্টেম্বর রাতের জন্য ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে একটা অনুষ্ঠানের জন্য ওই দোকান থেকে সাউন্ড সিস্টেম ভাড়ার অর্ডার হলে সায়মন ওখানে সাউন্ড সিস্টেম নিয়ে যায়। এদিকে শনিবার সকালের দিকে উপজেলার মুনিয়াপুকুর পাড়স্থ খন্ডলের ঘাটা নামক স্থানে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। তবে সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন সায়মনের মৃত্যু হয়েছে ভেবে লাশ বাড়িতে নিয়ে গিয়ে দাফনের প্রস্তুতির এক পর্যায়ে স্থানীয়রা মাথায় ছিদ্র দেখে তা গুলির চিহ্ন বলে মনে হওয়ায় পরিবারের অভিযোগের প্রেক্ষিতে হাটহাজারী মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে বিকালের দিকে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহতের বাবা জানান, ভোর রাতে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আমার ছেলে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।  তাই ঝামেলা এড়াতে কোনো থানা পুলিশ না করে বাড়িতে এনে দাফনের আয়োজন করছিলাম। বিকাল তিনটার দিকে তার জানাযা হবার কথা ছিলো। এদিকে তাকে গোছল দিতে গেলে স্থানীয়রা তার মাথায় ছিদ্র দেখলে আমাদের সন্দেহ হয় এটা একটা হত্যা কান্ড। কেউ না কেউ আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে। তাই পুলিশ কে বিষয়টা জানালে হাটহাজারী মডেল থানা পুলিশ এসে লাশটি ময়না তদন্তেরর জন্য মর্গে নিয়ে যায়। আমি আমার ছেলের মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ধার করে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি। 

জানতে চাইলে ধলই ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের পরেই আসল ঘটনা কি তা বলা যাবে। আর অপরাধী যেই হোক আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের খোঁজে বের করা হবে বলেও জানান তিনি।

নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল আলম গণমাধ্যমকর্মীদের বলেন, শনিবার ভোর সোয়া চারটার দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করি।

হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিম শর্মা সাংবাদিকদের জানান, মারুফ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১০,২০২২//