Print Date & Time : 7 May 2025 Wednesday 9:18 am

হাটহাজারীতে যুবদল নেতা আটক

হাটহাজারী উপজেলায় পলাতক আসামি যুবদলের নেতা মো. গিয়াস উদ্দিন কে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে র‌্যাব ৭ এর হাটহাজারী সিপিসি ক্যাম্প-২ এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার বিকাল পাঁচটার দিকে পৌরসভার ইস্টার্ন শপিং সেন্টার এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মো. গিয়াস উদ্দিন ১০নং উত্তর মার্দাশা ইউনিয়ন এলাকার জহুরুল আলমের পুত্র।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিএনপির ডাকা অবরোধ চলাকালে রাত আনুমানিক ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছডি মহাসড়কে অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারীরা সরকার বিরোধী বিভিন্ন ধরণের স্লোগান দিয়ে লাঠি-সোঠা, লোহার রড ইত্যাদি নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, সাধারণ জনগণের মাঝে ভয়-ভীতির উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতামূলক কর্মকান্ড সৃষ্টি করে। এ ঘটনায় ভিকটিম জিসান চৌধুরী নাসের এক ব্যক্তি বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ৩৫ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনাময় ৭০/৮০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৫।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।