Print Date & Time : 12 May 2025 Monday 4:32 am

হাটহাজারীতে যুবলীগ নেতার কারাদন্ড

মো.আলাউদ্দীনঃ টাকা আত্মসাতের মামলায় হাটহাজারী থানার নাঙ্গলমুড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো.আলতাফ হোসেনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। 

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রাজজ জেসমিন আক্তার কলির আদালত এই রায় প্রদান করেন। 

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী মোহাম্মদ  পারভেজের সঙ্গে মো.আলতাফ হোসেন পূর্ব পরিচিত। সে হিসেবে পারভেজ থেকে ১০ লাখ টাকা ধার নেন মো.আলতাফ হোসেন। ১০ লাখার বিপরীতে মো.পারভেজকে গত ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর তারিখ ইসলামী ব্যাংক লিমিটেড আন্দরকিল্লা শাখার ১০ লাখ টাকার চেক দেয়। একই বছরের ২৬ সেপ্টেম্বর চেকটি ব্যাংক ডিজঅনার স্লিপসহ চেকটি মামলা বাদীকে ফেরত দেন। পাওনা টাকা আজ দিবে কাল দিবে বলে অহেতুক সময় ক্ষেপণ করে পরিশোদ না করে টাকাগুলো আত্মসাৎ করে। যার কারনে বাদী আসামি আলতাপের বিরুদ্ধে ২০১৯ সালের ৭ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন। যার নাম্বার সিআর মামলা নম্বর ২৬০১/২০ (কোতোয়ালী)  ও দায়রা নম্বর ২১১৩/২০। 

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অর্ণব তালুকদার বলেন, এ মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে প্রতারণা ও টাকা আত্নসাতের অন্তত ১২ টি মামলা বিচারাধীন আছে।

দন্ড প্রাপ্ত আসামি যুবলীগ নেতা মো.আলতাফ হোসেন হাটহাজারী উপজেলার নাঙ্গলমুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ জাফর হামজার বাই লেইন এলাকার শামসুল আলমের ছেলে।

আর//দৈনিক দেশতথ্য//৫ সেপ্টেম্বর-২০২২