হাটহাজারীর সরকারী আদেশ অমান্য করে রাত ৮ টার পর দোকান খেলা রাখায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
শনিবার (২০ অগাস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গত কয়েকদিন পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারী নির্দেশনা মোতাবেক রাত আটটার পর থেকে ঔষধের দোকান ব্যতিত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ প্রদান করা হয়। কিন্তু কিছু কিছু দোকানদার সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় বিদ্যুৎ আইন ২০১৮ইং অনুযায়ী আমান বাজারের মায়াবী ফ্যাশনকে দুই হাজার, জেইং টেলিকমকে দুই হাজার, জাহান মোটরকে এক হাজার, বড়দীঘির পাডস্থ আলী মোটরকে এক হাজার, রেহেনা মোটরকে এক হাজার, হাটহাজারী বাস স্টেশনস্থ সিঙ্গার শোরুমকে দুই হাজার, এগারো মাইল এলাকার মদিনা ডোর ফার্নিচারকে এক হাজার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নং গেটের নুর আঞ্জুমান টেলিকমকে এক হাজার, সায়মা স্টোরকে দুই হাজার,সাইমা দলিল লেখক অফিসকে এক হাজার, উপজেলার ফতেয়াবাদ এলাকার তাকওয়া ইলেকট্রনিক্সকে দুই হাজার, চৌধুরীহাট বাজারের হোসেন ক্রোকারিজকে দুই হাজার, কামাল ষ্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগীতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু রায়হান অভিযানের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, সরকারী নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২১.০৮.২০২২//