Print Date & Time : 15 May 2025 Thursday 1:29 pm

হাটহাজারীতে র‌্যাবর হাতে পলাতক আসামি আটক

হাটহাজারীতে এক যুবককে হত্যার উদ্দেশ্যে কিরিচের কোপে কব্জি বিচ্ছিন্নকারী মামলার পলাতক আসামি মো.পারভেজ (২৩) কে আটক করেছে র‌্যাব-৭। 

শনিবার (০১ অক্টোবর) দিবাগত রাতে পৌর এলাকার হাটহাজারী মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি পারভেজ হাটহাজারী উপজেলার মধ্যম পাহাড়তলী এলাকার মোঃ জামাল ড্রাইভারের পুত্র।

সূত্রে জানা যায়, মোঃ পারভেজের সাথে বিভিন্ন বিষয় নিয়ে হাসানের কোন্দল ছিল। গত ১৯ আগস্ট সকাল আনুমানিক নয়টার দিকে পারভেজ তার দলবল নিয়ে হাসানের বাড়ীর সামনে এসে মদ্যপ অবস্থায় অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। হাসান নিষেধ করলে পারভেজ কিরিচ দ্বারা হাসানের মাথা লক্ষ্য করে কোপ মারে। হাসান হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার ডান হাতের কব্জি প্রায় ০২ টুকরা হয়ে যায়। পরে  গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন  ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। 

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত পারভেজ এবং তার ০৪জন সহযোগীকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ৪৩/২৭৮, তারিখ: ২৭ আগস্ট ২০২২ খ্রি:,

র‌্যাব-৭ ঘটনার জড়িতদের গ্রেফতারের জন্য ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারী চালাতে থাকে।  এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭ অভিযান চালিয়ে ওই মামলার ১ নং পলাতক আসামী মোঃপারভেজ আটক করতে সক্ষম হয়। 

র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো.মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজ জানান, আসামি পারভেজকে রোববার সকালের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//