Print Date & Time : 8 July 2025 Tuesday 6:54 pm

হাটহাজারীতে র‌্যাবের হাতে দুই চাঁদাবাজ আটক

হাটহাজারীতে শামসু(২৪) ও মাসুদ(২৫) নামের দুই চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদরের আলীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার চাঁদাবাজ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলায় এক নারী বাড়ি নির্মাণের কাজ করছিলেন। এলাকার চিহ্নিত চাঁদাবাজ পৌরসভার আলীপুর গ্রামের মৃত মো. ইউনুসের ছেলে মো. শামসু ও একই এলাকার মৃত আলী আহম্মদের ছেলে মো. মাসুদ সহ তাদের সহযোগীরা বাড়ি নির্মাণের অনুমতি বাবদ ওই নারীর কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী নারী বাধ্য হয়ে তাদের ১০ হাজার টাকা দেন।

এদিকে ঘটনার দিন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী পুনরায় তার জায়গায় বালি ভরাট করতে গেলে তার কাছে আবারও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে শামসু, মাসুদ ও তার সঙ্গীরা। নিরুপায় হয়ে এ সময় ওই নারী র‌্যাব-৭ বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে শামসু ও তার সহযোগী মাসুদকে আটক করে র‌্যাব-৭।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় আটককৃত শামসু ও মাসুদ জানায় তারা দীর্ঘদিন ধরে এলাকা ও আশেপাশে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিলো। পরে আটক দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি মো.রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৪,২০২২//