Print Date & Time : 21 August 2025 Thursday 11:49 pm

হাটহাজারীতে শব্দদুষণ রোধে অভিযান

হাটহাজারীতে শব্দদূষণ রোধে অভিযান চালিয়ে বেশ কিছু হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। এবং এ সংক্রান্ত চারটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টা  থেকে চিকনদন্ডী ইউনিয়নের নন্দীরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, পরিবেশ অধিদফতর চট্টগ্রাম গবেষণাগার ও চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে হাটহাজারী থানা পুলিশের সহায়তায় নন্দীর হাট এলাকায় শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় গাড়ির শব্দদূষণ রোধে চার মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং অভিযানে মোট ১৭৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ও ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এ কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান, সিনিয়র কেমিস্ট হোযায়ফাহ সরকার, সহকারী পরিচালক নুর হাসান সজিব, সহকারী বায়োকেমিস্ট কামাল হোসেন।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম গবেষণাগার ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

এবি//দৈনিক দে;শতথ্য//অক্টোবর ১৪,২০২২