মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বুধবার(১৪ ডিসেম্বর)সকাল সাড়ে ১০ টার দিকে এ উপলক্ষে উপজেলা পরিষদ, প্রশাসন, পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মডেল থানার পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলমের সভাপতিত্বে ও এসিল্যান্ড আবু রায়হানের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ডেপুটি কমান্ডার মোহাম্মদ হোছেন, নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ওসি (তদন্ত) মো. নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন মুহুরী ,বীর মুক্তিযোদ্ধা হাফেজ কামাল উদ্দিন, ফতেপুর ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা সন্তান মো. শাকিল মাহমুদ।
দিবসটি উপলক্ষে হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় হলরুমে স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম। এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, ডেপুটি কমান্ডার মোহাম্মদ হোছেন মাস্টার, নুরুল হুদা, মো. ইছমাইল, মো. হারুন অর রশিদ, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া প্রমূখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post