মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) ।।চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ফরহাদাবাদস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এ ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে ওই কেন্দ্রের মোট ১৬০ জন শিশুর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এ সময় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন, “প্রাথমিক শিক্ষাকে ধরা হয় সব ধরনের শিক্ষার মূল ভিত্তি হিসেবে। সেখানে ঝরে শিক্ষার্থীর সংখ্যাও বেশি। প্রাথমিকে এই ঝরে পড়া ঠেকাতে প্রতিটি শিশুর জন্য একটি একক আইডি (ইউনিক আইডি) বা প্রোফাইল তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ আইডি প্রস্তুতে প্রয়োজনীয় তথ্যের মধ্যে অন্যতম একটি হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয়।শিশুদের স্বাস্থ্য সেবা ও জরুরি প্রয়োজনে শিশুদের রক্তের গ্রুপ জানা প্রয়োজন’ ইত্যাদি কারণে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।”
এ ক্যাম্পেইন অনুষ্ঠানে ওই কেন্দ্র পরিচালক জেসমিন আকতারসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২১ সেপ্টেম্বর-২০২২