Print Date & Time : 6 July 2025 Sunday 8:19 am

হাটহাজারীতে শিশুর করুণ মৃত্যু

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারীতে গলায় লিচুর বিচি আটকে মো.সাফোয়ান নামে দেড় বছর বয়সী এক অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হযেছে।

শনিবার (২০ মে) উপজেলার পুর্ব মেখল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়স্থ পিয়ারু তালুকদার বাড়ীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার দিন শনিবার সন্ধ্যার দিকে ওই বাড়ির সিএনজি ড্রাইভার ফোরকানের নিজ ঘরে পরিবারের সদস্যরা লিচু খাচ্ছিলেন। এ সময় লিচু খেয়ে রাখা একটি বিচি সবার অজান্তে অবুঝ শিশু সফোয়ান তার মুখে দিলে তা গলায় আটকে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতাল নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে। নিহত শিশু সফোয়ান ওই বাড়ির সিএনজি চালক ফোরকানের সন্তান।

সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে জানান, ওই দিন রাতে সাড়ে দশটার দিকে শিশুটির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//