Print Date & Time : 5 May 2025 Monday 6:55 pm

হাটহাজারীতে সচেতন নাগরিকদের মানববন্ধন

মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ হাটহাজারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মবহির্ভূতভাবে বদলী ঠেকাতে সচেতন নাগরিকরা মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম – রাঙ্গামাটি মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর হাটহাজারীর স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপির একক প্রচেস্টায় হাটহাজারীর সন্তানদের সরকারি চাকুরীর বিষয়ে চিন্তা করে হাটহাজারী উপজেলার বহিরাগত প্রাথমিক শিক্ষকের অনুপ্রবেশ বন্ধ করে দেন। এরমধ্যেও ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মাত্র ৪০০ জন হাটহাজারীর সন্তানের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় চাকরি হয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে, এই সময়ের মধ্যেও কিছু কিছু শিক্ষক বাইরে থেকে নিয়মবহির্ভূতভাবে উপজেলায় অদৃশ্য হাতের ছোঁয়ায় বদলি হয়ে আসছে। বহিরাগত কোটা ১০% হলেও এই উপজেলায় বর্তমানে ২০% এর উপর বহিরাগত শিক্ষক কর্মরত রয়েছে। এরপরও ২০% এর উপরে বহিরাগত শিক্ষক থাকা সত্ত্বেও কী করে দায়িত্বশীল কর্তৃপক্ষ বহিরাগত শিক্ষকের অনুপ্রবেশের অনুমোদন দিচ্ছে এ ব্যাপারে আমরা খুবই উদ্বেগ প্রকাশ করছে স্থানীয় জনসাধারণ।

এদিকে মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তৃারা বলেন, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে অবহিত হয়ে হাটহাজারীতে নির্ধারিত বদলী কোটার বাইরে বদলী নীতিমালা লঙ্গন করে কোনো শিক্ষককে বদলীর আদেশ না দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে স্থানীয় সাংসদ একটি ডিও লেটার প্রদান করেছেন। এর পরেও নিয়মনীতির তোয়াক্কা না করে সংশ্লিষ্টদের বশে এনে প্রায় ১০ থেকে ১৫ জন শিক্ষক আন্তউপজেলা বদলীতে উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যে তাদেরকে নিয়মবহির্ভূতভাবে এই উপজেলায় অনুপ্রবেশ তথা যোগদান করাতে সংশ্লিষ্টদের উপর চাপ সৃষ্টি করে আসছে বলে জানা গেছে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো: রাকিবুল ইসলাম; জাবেদ, অমৃত লাল দে, এমদাদুল্লাহ, ব্যারিস্টার মোঃ আশরাফ উদ্দিন, মোঃ নাজিম উদ্দিন; আবু বক্কর, মোঃ আলাউদ্দিন মানিক।

ঘটনার সত্যতার ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শহীদুল ইসলাম জানান, বিষয়টি আসলে আমরা অবগত ছিলাম না। এ ব্যাপারে আমরা শিক্ষা অধিদপ্তরের মতামত চেয়েছি। শিক্ষা অধিদপ্তরের মতামত পেলে ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//