Print Date & Time : 5 July 2025 Saturday 3:21 am

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্সরতিনিধি: ড়ক দুর্ঘটনায় মোঃ আবিদ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার(২৫ ফেব্রুয়ারী)সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়ার বুড়িপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের খিল্লাপাড়ার আজাদ স্ত্রী সন্তান নিয়ে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের বুড়িপুকুর পাড় এলাকায় তাদের সন্তান আবিদকে নিয়ে রাস্তা পাড় হচ্ছিলেন, এসময় বেপরোয়া গতির  ঢাকা মেট্রো-গ-৩৯-১০৭৩ নাম্বারের একটি প্রাইভেট কার তাদেরকে ধাক্কা দিলে গুরুতর হয় তারা।  সাথে সাথে  আশপাশের লোকজন গুরতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আবিদকে মৃত ঘোষণা করেন এবং নিহত আবিরের গুরুতর আহত বাবা মাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনার খবর  পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক দুর্ঘটনা কবলিত গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে যায়। হাটহাজারী মডেল থানার ওসি জানান, এ ব্যাপারে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

এবি//দৈনিক দেশতথ্য//২৫ ফেব্রুয়ারী,২০২২