মো.আলাউদ্দীন, হাটহাজারী: হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো.জাফর (৩৪) নামের ফটিকছড়ি উপজেলার এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল এগারটার দিকে নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার ধলই ইউপির দরগাহ রাস্তার মাথা নামক স্থানে চট্টগ্রাম ফটিকছড়ি আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত জাফর ফটিকছড়ি উপজেলার দাতমারা ভুজপুর থানার বড় বেতুয়া পাড়ার বাহার উল্লাহর পুত্র। দুর্ঘটনায় আহতরা অপর চারজন হলেন, মফিজুর রহমান (৬৩),সৌরভ (১০),নিলুফা আকতার(২৪) এবং ঝরনা (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার দিন দিবাগত রাতে উল্লেখিত স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ফটিকছড়ি মুখী চাকা নস্ট হয়ে যাওয়া (চট্টগ্রাম থ-১৪৭০৪২) একটি ট্রাক কে বেপরোয়া গতির একইমুখী একটি সিএনজি চালিত অটোরিকশা (চট্ট মেট্টো- ট- ১১-২৭৪২) পেছনে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশা পাঁচ যাত্রী কমবেশি আহত হয়। পরে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত জাফর কে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা.সালাউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় নিয়ে আসি।
এ ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রশ্মি চাকমা বেলা সাড়ে এগারটার দিকে দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিলো।