Print Date & Time : 20 April 2025 Sunday 7:05 am

হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় মহিলার মৃত্যু

হাটহাজারীতে সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা (৬০) এক মহিলার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন ইজতেমা মাঠের সামনের এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন ইজতেমা মাঠের সামনে সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন অজ্ঞাত নামা ওই মহিলা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা দুর্ঘটনায় অজ্ঞাত নামা মহিলার মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এবি//দৈনিক দেশতথ্য// এপ্রিল ১৫,২০২২//