বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত ৩ দিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি (সাবেক মন্ত্রী)ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কর্মশালায় অংশগ্রহণ করা প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দিয়েছেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) বিকালের দিকে হাটহাজারী উপজেলা পরিষদ হল রুমে কমর্শালায় অংশ নেয়া প্রশিক্ষনার্থীদের মধ্যে এ সনদপত্র তুলে দেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম এবং সভা প্রধান ছিলেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।
গত ১৪ ফেব্রুয়ারী সকাল ৯ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম প্রধান অতিথি হিসেবে ৩ দিন ব্যাপি এ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রথমদিন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন সংবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য উপাদান,সংবাদ মূল্য ও সংবাদ চেতনা, সংবাদ লেখার কৌশল এবং দ্বিতীয় দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ সহিদ উল্লাহ রিপোটিং এর বিভিন্ন ধরন ও প্রকরণ,অনুসন্ধানী প্রতিবেদন লেখার ও তথ্য সংগ্রহের কৌশল ও তৃতীয় দিন স্যাটেলাইট চ্যানেল গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাবউদ্দিন ফিচার নিউজ লেখার, সাক্ষাৎকার গ্রহনের কৌশল, ফিচারের ধরন ও প্রকরন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
এর আগে বেলা ১২ টার দিকে সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।
এবি//দৈনিক দেশতথ্য//১৬.০২.২০২২//

Discussion about this post