Print Date & Time : 2 July 2025 Wednesday 11:25 am

হাটহাজারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

হাটহাজারীর খোকন(৩৬) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার মেখলের কাছিমার বটতল বাজারের পাশের দইয়ে চুরার বাড়ির নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। 

জানা যায়,  গোপন সংবাদের ভিক্তিতে হাটাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেনের সহযোগিতায় মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রুহুল আমিন সবুজের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা তার সঙ্গীয় অফিসার এসআই রফিকুল ইসলাম ও এ এস আই এমদাদ হোসেনসহ উপজেলার মেখল ইউনিয়নের কাছিমার বটতল বাজারের পার্শ্ববর্তী দইয়ে চুরার বাড়ীর পলাতক আসামি খোকনের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার নিজ বসতঘর থেকে সাজাপ্রাপ্ত পলাতক ও একাধিক চুরি মামলার আসামি খোকনকে আটক করা হয়।আটক মো.খোকন পশ্চিম মেখল কাছিমার বটতলের পাশের দইয়ে চুরার বাড়ির মৃত আবদুল মোনাফ প্রকাশ দইয়ে চুরার পুত্র । পুলিশ জানায়, খোকন ৩৭৯ ধারার চুরি মামলায় ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে আত্নগোপনে ছিলো।  

হাটহাজারী মডেল থানার ওসি মো.রুহুল আমিন সবুজ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৩,২০২২//