মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।চট্টগ্রামের হাটহাজারীতে বিষধর সাপের কামড়ে আরিফুর ইসলাম (১৪) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের মাওলানা হাসমত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু শিক্ষার্থী আরিফ ওই এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী মো. সালাউদ্দিনের জ্যেষ্ঠ পুত্র।
নিহতের চাচা জয়নাল আবেদীন বলেন, ঘটনার দিন বৃহস্পতিবার স্থানীয় নাঙ্গলমোড়া মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী (আরিফুল ইসলাম) সন্ধ্যার দিকে তার নানার বাড়ি (ফেনী) থেকে নানীসহ ঘরে আসে। রাত ৮টার দিকে তাকে বিষধর সাপ কামড় দেয়। এ সময় তার আত্মচিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদের সে জানায় তাকে সাপে কামড় দিয়েছে। কিন্তু তখন বাড়িতে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে সাপটিকে দেখা যায়নি।
এদিকে, বৃহস্পতিবার রাতে ওই শিশুকে বিষধর সাপে কামড় দেয়ার পর তার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে না নিয়ে অজ্ঞতাবশত বিভিন্ন ওঝা-বৈদ্যের কাছে নিয়ে যায়। এর মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে একপর্যায়ে সে অচেতন হয়ে পড়লে শুক্রবার ভোর রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আর//দৈনিক দেশতথ্য//৯ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post