Print Date & Time : 14 May 2025 Wednesday 3:50 am

হাটহাজারীতে সিএনজিসহ ২ চোর আটক

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ

হাটহাজারীতে একটি চোরাই সিএনজি,চারটি ব্যাটারীসহ মো.আবচার হোসেন প্রকাশ মানিক (৩২) এবং মো.আজিম প্রকাশ অভি (২৪) নামে দুই চোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ জুন) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিকারপুরস্থ ৩নং ওয়ার্ড থেকে তাদের আটক করে পুলিশ।

জানা যায়, মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৪ নং শিকারপুর ইউনিয়নের ৩ নং বাথুয়া জামে মসজিদের উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে রাউজান উপজেলার উরকিরচর ইউনুসিয়া মাদ্রাসার পাশের মুছা বিল্ডিং এর ভাড়াটিয়া মো.ফজলুল করিমের (প্রকাশ ফেরমু) পুত্র মো.আবচার হোসেন প্রকাশ মানিক এবং রাউজানের গচ্ছি নয়াহাট পাঠান পাড়া রুমন সওদাগরের বাড়ির মো.আলমগীর হোসেনের পুত্র মো.আজিম প্রকাশ অভিকে আটক করে ।
এসময় আটককৃতদের হেফাজতে থাকা একটি সিএনজি টেক্সি (যার নম্বর চট্টগ্রাম -থ- ১১-০৮৪০) সহ ৪ টি অটো রিক্সার ব্যাটারী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য সর্বমোট ২ লাখ ১০ হাজার টাকা।

অভিযান পরিচালনাকারী মদুনাঘাট তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এএইচএ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//