শনিবার(১৬ অক্টোবর) দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এই সুন্নি সম্মেলনের প্রধান অতিথি আল্লামা সৈয়্যদ তাহের শাহ্ (মা.জি.আ.) বলেছেন, তওবা করার কারণে জীবনের সব গুনাহ্ মাফ হয়ে যায়, কিন্তু পরের হক্বের বিষয়ে মাফ নাই। কারো সম্পদ আত্মসাৎ করা হলে কিংবা কারো প্রতি জুলুম করা হলে, যার পাওনা তাকে ফিরিয়ে না দিলে, কিংবা মাফ চেয়ে না নিলে তার মাফ আল্লাহ পাক করবেন না। মনে রাখতে হবে যতক্ষণ মজলুম বা পাওনাদার মাফ না করবে; ততক্ষণ আল্লাহপাকও ক্ষমা করবেন না। তিনি সবাইকে দ্বীনের খেদমত করার এবং ভ্রান্ত মতবাদ থেকে নিজেকে রক্ষার আহবান জানান।
গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা (পশ্চিম) পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত এই সুন্নি সম্মেলনে সভাপতিত্ব করেন হাটহাজারী থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.)। বিশেষ বক্তা ছিলেন সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মা.জি.আ.)। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, শায়খুল হাদিস আল্লামা সোলাইমান আনছারী, শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ, যুগ্ম মহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দীন বখতেয়ার, গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সচিব মুহাম্মদ কমর উদ্দীন সবুর, চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির সভাপতি তসকির আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জমির হোসেন, সাধারণ সম্পাদ অ্যাড. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামরুল আহাসান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আযহারী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, অধ্যাপক জসিম উদ্দীন আযহারী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী, উপাধ্যক্ষ আল্লামা তৈয়ব খাঁন আল কাদেরী, অধ্যাপক মুহাম্মদ সাইফ্দ্দুীন খালেদ চৌধুরী, মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন কাদেরী, মাওলানা সৈয়দ হাসান আল আযহারী, রাজনীতিবিদ মুহাম্মদ ইউনুছ গণি চৌধুরী, মুহাম্মদ রাশেদুল ইসলাম রাসেদ ও শাহজাদা স ম এনাম।
হাটহাজারী উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কাজী সৈয়দ মুহাম্মদ আবু সাঈদের সঞ্চালনায় সুন্নী সম্মেলনে অতিথি ও আলোচক ছিলেন মুহাম্মদ হারুন সওদাগর, মুহাম্মদ ইউনুছ, মাওলানা মুহাম্মদ আবুল কালাম শাহ্, এস এম রফিকুল হাসান, অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দীন, মাওলানা মুনিরুর রহমান খসরু, মুহাম্মদ রোকন উদ্দীন চৌধুরী, মুহাম্মদ আবদুল মাবুদ আইয়ুব, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ আজিজুর রহমান চৌধুরী, মুহাম্মদ সেকান্দর মিয়া এবং মুহাম্মদ সেলিম রিয়াজসহ বিশিষ্ট পদস্থ ব্যক্তিবর্গ, প্রখ্যাত উলামায়ে কেরাম, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট নেতৃবৃন্দ ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।
সম্মেলনে উত্তর চট্টগ্রামের ৭ উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের গাউসিয়া কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি সর্বস্তরের হাজার হাজার সুন্নি জনতার ঢল নামে। এছাড়া হুজুর কেবলা (মা.জি.আ.) উক্ত সুন্নি সম্মেলনে নারী-পুরষদের পৃথক ব্যবস্থাপনায় সিলসিলার কার্যক্রম পরিচালনাসহ বাইয়াত ও সবক প্রদান করেন। এক্ষেত্রে বাদে জোহর পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে পুরুষ বাইয়াত এবং দুপুর ১২ টায় অদুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নারী বাইয়াত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শত শত নারী-পুরুষ বাইয়াত ও সবক প্রদানে অংশ নেন।
জা// দেশতথ্য// ১৬ অক্টোবর ২০২২//

Discussion about this post