Print Date & Time : 23 April 2025 Wednesday 12:49 am

হাটহাজারীতে স্বর্ণের বারসহ আটক ১

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ দুবাই থেকে আসা হাটহাজারীর এক ব্যক্তিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে কাস্টমস গোয়েন্দারা। আটক ব্যক্তির নাম মো.জিয়া উদ্দীন(২৫)। এসময় কাছ থেকে ৩ কেজি ৭৩২ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। সে হাটহাজারী উপজেলার এনায়েতপুর গ্রামের ৯ নং ওয়ার্ডস্থ আমজাদ আলী মিস্ত্রি বাড়ীর আবুল বাশারের পুত্র।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টিম দুবাই থেকে ‘বিজি ১৪৮’ বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা যাত্রী জিয়া উদ্দিনের শরীরে তল্লাশি চালিয়ে ২৩ পিস স্বর্ণের বার উদ্ধার করার পর তার রেক্টামে আরো স্বর্ণবার থাকতে পারে সন্দেহে তার শরীর স্ক্যানিং করা হয়। পরে সেখান থেকে আরও ৯টি বার উদ্ধার করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে মোট ৩ কেজি ৭৩২ গ্রাম স্বর্ণ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে পতেঙ্গা থানায় সংশ্লিষ্ট আ’ইনে মা’মলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//