হাটহাজারীতে স্থানীয় জনগণকে করোনা (কোভিড – ১৯) ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় করনীয় ও অন্যান্য স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের সভাপতিত্বে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.রাশেদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস-চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ’র পরিচালনায় এ সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত, মোহাম্মদ আব্দুল জলিল, ডাঃ প্রীতম নন্দী প্রমুখ বক্তব্য রাখেন ।
পরে প্রধান অতিথি হাসপাতালের বর্হিবিভাগে নব স্থাপনকৃত কমিউনিটি ভিশন সেন্টারের শুভ উদ্ধোধন করেন । কমিউনিটি ভিশন সেন্টারে আগত চক্ষু রোগীদের সেবা প্রাপ্তির সুবিধার্তে উপজেলা চেয়ারম্যান তাৎক্ষনিকভাবে কমিউনিটি ভিশন সেন্টারে একটি এসি প্রদান করেন ।
আর//দৈনিক দেশতথ্য//২২ জুন-২০২২//

Discussion about this post