Print Date & Time : 4 July 2025 Friday 3:19 am

হাটহাজারীতে স্লুইসগেট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

মো.আলাউদ্দীন, হাটহাজারী:চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদীর অংকুরীঘোনাস্থ চেংখালী খালের স্লুইসগেট ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ করে স্লুইসগেটের দুপাশে মাটি সরে গিয়ে বেড়িবাঁধের এ সড়কটি ধসে পড়ে বলে জানা গেছে ।

এভাবে সড়ক ভেঙ্গে যাওয়াতে উপজেলার মেখল ও গড়দুয়ারা ইউনিয়নের সাথে বর্তমানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে মেখল, গড়দুয়ারা ও মাদার্শা ইউনিয়নের প্রায় সহস্রাধিক পরিবারের এবং এ সড়ক ব্যবহারকারীদের জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে।

স্থানীয়রা ও এ সড়ক দিযে যাতায়াতকারী ভুক্তভোগীরা এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

দৈনিক দেশতথ্য//এল//