Print Date & Time : 9 September 2025 Tuesday 3:49 pm

হাটহাজারীতে সড়কের বেহাল দশা, দেখার কেউ নাই

মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ সু্বেদার পুকুর পাড় থেকে শুরু হয়ে দক্ষিণে মেখল রোডকে যুক্ত করা রমেশ মহাজন সড়কের অবস্থা চলাচল অযোগ্য হযে পড়েছে। এ রমেশ মহাজন সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন ও শিক্ষার্থীরা যাতায়াতে করে। সড়কের কোন পাশে কোনো নালা নেই, স্ট্রীট লাইটও নেই। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে পুকুরে পরিণত হয় সড়কটি।

এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার অন্যান্য রোডে উন্নয়ন হলেও এ রোডে সেরকম উন্নয়ন হয়নি।তারা জানিয়েছে, পৌরসভার রীতি অনুযায়ী পৌর কর আদায়ে কার্পণ্য না করলেও সড়ক উন্নয়ন করার কোন গরজই মনে করছেনা পৌরসভা।যেনো দেখার কেউ নেই। এলাকাবাসীর আক্ষেপ, পৌরকর পরিশোধ করার পরও এলাকার যথাযথ উন্নয়ন না হলে পৌরকর পরিশোধ করার দরকার কি? এ ব্যাপারে এলাকাবাসী সড়কটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সাংসদ, বর্তমান পৌরপ্রশাসকসহ সংশ্লিষ্টদের নিকট জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা।

দৈনিক দেশতথ্য//এল//