Print Date & Time : 8 July 2025 Tuesday 7:17 am

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মো.আলাউদ্দীন, হাটহাজারী: হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আসিফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নজুমিয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়,ঘটনার দিন সকালে নজুমিয়াহাট এলাকায় একটি দাঁড়ানো কার্ভাডভ্যানে প্রাইভেটকার ধাক্কা দিলে ৬ ব্যক্তি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ নামে এক যুবককে মৃত ঘোষণা করেন। এবং বাকি গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার নজুমিয়াহাট (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এল//