মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম) : হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় নিকাশ বড়ুয়া (৪৫) ও আবদুল কাদের প্রকাশ মেজ্জ্যাইন্যা (৫০) নামের ২ ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।
শনিবার(৩০ এপ্রিল)ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় সংলগ্ন খন্ডইল্যার ঘাটা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা চালক মাছ নিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট থেকে সরকারহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় পৌঁছালে খাগড়াছড়ি মুখি বেপরোয়া গতির একটি বাস (চট্টমেট্রো-জ ১১-০১৭৯) অটোরিকশাটিকে সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। নিহত মাছ ব্যবসায়ী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালি এলাকার ৪নং ওয়ার্ডের হিমাশু বড়ুয়ার পুত্র। অন্যদিকে, অটোরিকশা চালক আবদুল কাদের নাজিরহাটে একটি ভাড়া বাসায় পরিবার-পরিজন নিয়ে বসবাসকারী।
এ ব্যাপারে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই বাসের নিচ থেকে মৃত অবস্থায় দুইজনকে উদ্ধার করে মরদেহগুলো হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে জানান হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মুহাম্মদ শাহাজাহান।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post