মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৩ মার্চ) সকালের দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মনিয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
জানা গেছে, শুক্রবার সকালের দিকে উল্লেখিত ইউনিয়নের মনিয়াপুকুর পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করে।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা এখনও লাশের পরিচয় শনাক্ত করতে পারিনি। কেউ লাশের পরিচয় জানলে নাজিরহাট হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধও করেন তারা।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post